চাকরির খবর

বিমান বাহিনীতে চাকরির সুযোগ, বেতন ২২৫০০


বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি)। পদসংখ্যা: ৩০। আবেদন যোগ্যতা : কমপক্ষে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিআরটিএর বৈধ পেশাদার (হালকা/ভারী) ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।

তবে ভারী ড্রাইভিং লাইসেন্সধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ন্যূনতম তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা। কোনো ওয়ার্কশপে মেকানিক হিসেবে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়স আবেদনপত্র জমাদানের শেষ তারিখে সর্বনিম্ন ২১ ও সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন: সর্বসাকল্যে মাসিক বেতন ২২,৫০০ টাকা।

আবেদন যেভাবে: চাকরির নির্ধারিত ফরম নিজ হাতে পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে। হাতে হাতে আবেদনপত্র জমা নেওয়া হবে না। আবেদনপত্র পাঠাতে হবে অধিনায়ক, বিমানবাহিনী রেকর্ড অফিস, টার্মিনাল ভবন, পুরোনো বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫- এই ঠিকানায়।

আবেদন ফি: প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে ‘বিমানবাহিনী কেন্দ্রীয় বেসরকারি তহবিল’-এর অনুকূলে ২০০ টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ আগস্ট, ২০২২

সংশ্লিষ্ট খবর

Back to top button