চাকরির খবর

ভালো বেতনে নগদে চাকরির সুযোগ

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস ও ডিস্ট্রিবিউশন বিভাগে জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : টেরিটরি অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। তবে এমবিএ পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুসারে পদটিতে অনভিজ্ঞরা আবেদন করতে পারবেন। তবে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে। বিশেষ করে সেলস ও ডিস্ট্রিবিউশন বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

প্রয়োজনে রিমোট এরিয়ায় কাজের আগ্রহ থাকতে হবে। কাজের ক্ষেত্রে যেকোনো পরিস্থিতি আসুক, মোকাবিলা করার সাহস থাকতে হবে। উপস্থাপনায় কৌশলী হতে হবে। ইনফ্লুয়েন্সিং পাওয়ার থাকতে হবে। যোগাযোগ দক্ষতা ও নেটওয়ার্কিং স্কিল থাকতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের সিভি পাঠাতে হবে recruitment@nagad.com.bd এই ঠিকানায়। তবে মেইলের সাবজেক্ট বক্সে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ : ১০ আগস্ট, ২০২২

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button