চাকরির খবর

২০ হাজার টাকা বেতনে কল সেন্টারে চাকরির সুযোগ

বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ২৪/৭ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। প্রতিষ্ঠানটি মূলত টেলিমার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কল সেন্টার হিসেবে কাজ করে। এরই অংশ হিসেবে টেলিসেলস কার্যক্রমের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : টেলিসেলস এক্সিকিউটিভ। পদের সংখ্যা : ২০ জন। আবেদন যোগ্যতা : প্রার্থীদের অন্তত এইচএসসি পাস হতে হবে। তবে ও লেভেল, এ লেভেল, স্নাতক ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের কল সেন্টার, কল সেন্টার ট্রেনিং, কল সেন্টার সুপারভিশন, ম্যানেজমেন্ট, কাস্টমার কেয়ার, কাস্টমার সার্ভিস, ইংরেজি ভাষায় সাবলীল ও পরিশ্রমী হতে হবে।

প্রার্থীর বয়সসীমা ২১-৪০ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বিশেষ করে মাল্টিটাস্কার প্রার্থীদের গুরুত্ব দেওয়া হবে।

চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : ১৫০০০-২০০০০ টাকা। এছাড়াও মোবাইল বিল, ভ্রমণ অ্যালায়েন্স, ক্রেডিট কার্ড, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুই দিন ছুটি, জীবন বিমা ও উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করতে করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ২৬ আগস্ট, ২০২২

সংশ্লিষ্ট খবর

Back to top button