VIRAL : মহিমা সিংয়ের সাথে রোমান্টিক মুডে খেসারি লাল যাদব

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি এখন বলিউডের পাশাপাশি চর্চার কেন্দ্র বিন্দুতে আসছে। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও।

এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। সেই সাথে এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সুপারস্টার খেসারি লাল যাদবের।

আসলে এখনকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি আট থেকে আশি সকলেই ব্যবহার করে থাকেন। এরমধ্যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওর সম্ভার পাওয়া যায়।

ভোজপুরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউটিউব একটি বড় ভূমিকা পালন করে। বেশিরভাগ ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমা এই ইউটিউব দুনিয়াতে ভাইরাল হয়। এক একটি ভিডিওতে ভিউ এবং লাইকের সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য।

সম্প্রতি খেসারি লাল যাদবের যেই ভোজপুরি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে তার নাম “সাইয়া জি সবর করি”। এই ভিডিওতে অভিনেতার সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছিলেন জনপ্রিয় মহিমা সিং। গানের তালে তালে খেসারি লাল যাদবের ব্যাপক ডান্স মন জয় করে নিয়েছে সকলের। খেসারি লাল যাদব ও মহিমা সিংয়ের কেমিস্ট্রি রাতের ঘুম কেড়ে নিয়েছে নেটিজেনদের।

জানিয়ে রাখি, এই গানটি গেয়েছেন অন্তরা সিং, প্রিয়াঙ্কা খেসারি লাল যাদবের সঙ্গে। গানটির কথা লিখেছেন পবন পান্ডে এবং সুর দিয়েছেন শ্যাম সুন্দর। এখনও অব্দি ২২ মিলিয়নের বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন। বেশিরভাগ ভিডিওতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন।