Mia Khalifa : মিয়া খলিফার ছবি পোস্ট হতেই ভাইরাল!

মিয়া খলিফা (Mia Khalifa) নিজের ইনস্টাগ্রামে গোসল করার সময় উন্মুক্ত শরীরের ছবি শেয়ার করেন মাঝে মধ্যেই। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।

মিয়া খলিফা জানিয়েছেন, বিজ্ঞাপনের ক্যাম্পেইনের জন্য শেয়ার করেন তিনি। ইন্টারনেটে উষ্ণতা ছড়িয়েছে মিয়ার এমন সাহসী ছবি (Mia Khalifa Viral)।

কয়েকদিন আগেই বাথরুম সেলফি পোস্ট করে নেটপাড়ায় ঝড় তুলেছিলেন মিয়া। তার কয়েকদিন আগেই অবশ্য মিয়া খলিফা মারা গিয়েছেন বলে এমন খবর ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

নিজের মৃত্যুর গুজবকে উড়িয়ে বহাল তবিয়তে বেঁচে থাকার বার্তা দিতেই বাথরুম সেলফি শেয়ার করেছিলেন মিয়া। সম্প্রতি নিজের টোনড ফিগার প্রদর্শন করেই ছবি শেয়ার করেছেন তিনি। সারা শরীরে লেগে রয়েছে সাবান। সাবানের বিজ্ঞাপনের জন্যই এমন ছবি পোস্ট করেছেন বলে দাবি মিয়ার।

দু’টি ছবি পোস্ট করে ক্যাপশনে মিয়া লিখেছেন, ‘শূন্য অপচয়। ১০০ শতাংশ অপচয়হীন প্যাকেজিং। ইকো লেজেন্ড ক্লিন উইদ প্লাস। ক্যাম্পেন শট ডেনিয়্যাল’।

পুরনো স্মৃতিরোমন্থন করে নিজের ফেসবুক প্রোফাইল ছবি পাল্টানোর পরই মিয়া খলিফার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। এর পর নিজেই মিম শেয়ার করে সেই গুজব উড়িয়েছিলেন মিয়া। মিয়াই প্রথম নন, মাঝে মাঝেই নানা হলিউড সেলেবের মৃত্যুর গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায়।