বিনোদন

Mia Khalifa : মিয়া খলিফার ছবি পোস্ট হতেই ভাইরাল!

মিয়া খলিফা (Mia Khalifa) নিজের ইনস্টাগ্রামে গোস*ল করার ছবি শেয়ার করেন মাঝে মধ্যেই। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। মিয়া খলিফা জানিয়েছেন, বিজ্ঞাপনের ক্যাম্পেইনের জন্য শেয়ার করেন তিনি। ইন্টারনেটে উষ্ণ*তা ছড়িয়েছে মিয়ার এমন সাহসী ছবি (Mia Khalifa Viral)।

কয়েকদিন আগেই ওয়াশ রুম সেলফি পোস্ট করে নেটপাড়ায় ঝড় তুলেছিলেন মিয়া। তার কয়েকদিন আগেই অবশ্য মিয়া খলিফা মা*রা গিয়েছেন বলে এমন খবর ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

mia-khalifa
সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিত ছবি পোস্ট করেন।

নিজের মৃত্যুর গুজ*বকে উড়িয়ে বহাল তবিয়তে বেঁচে থাকার বার্তা দিতেই ওয়াশরুম সেলফি শেয়ার করেছিলেন মিয়া। সম্প্রতি নিজের ফিগার প্রদর্শন করেই ছবি শেয়ার করেছেন তিনি। সারা শরীরে লেগে রয়েছে সাবান। সাবানের বিজ্ঞাপনের জন্যই এমন ছবি পোস্ট করেছেন বলে দাবি মিয়ার। আরো পড়ুন: পর্ন ছবির শুটিং করে ৫ কোটি টাকা আয় করলেন বাবা-মা!

mia-khalifa
হিজাব মাথায় পর্ন ছবি করে মধ্য প্রাচ্যে হইচই ফেলে দেন মিয়া। এরপরেই বাধ্য হয়ে দেশ ছাড়েন।

দু’টি ছবি পোস্ট করে ক্যাপশনে মিয়া লিখেছেন, ‘শূন্য অপচয়। ১০০ শতাংশ অপচয়হীন প্যাকেজিং। ইকো লেজেন্ড ক্লিন উইদ প্লাস। ক্যাম্পেন শট ডেনিয়্যাল’।

আরো পড়ুন – মিয়া খলিফার খবর নিয়ে তোলপাড়

পুরনো স্মৃতি রোমন্থন করে নিজের ফেসবুক প্রোফাইল ছবি পাল্টানোর পরই মিয়া খলিফার মৃ*ত্যুর গুজব ছড়িয়েছিল। এর পর নিজেই মিম শেয়ার করে সেই গুজব উড়িয়েছিলেন মিয়া। মিয়াই প্রথম নন, মাঝে মাঝেই নানা হলিউড সেলেবের মৃত্যুর গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায়।

২০০১ সালে লেবানন থেকে আমেরিকা চলে যান মিয়া।

মিয়া খলিফার পরিচয়

মিয়া খলিফা। যিনি মিয়া ক্যালিস্টা নামেও পরিচিত। একজন প্রাপ্তবয়স্ক মডেল। যিনি ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত পর্নোগ্রাফিক অভিনেত্রী হিসেবে কাজ করেছেন।

জেনে নিন আজকের আবহওয়ার খবর

বৈরুতে জন্ম নিয়ে খলিফা ২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হন। অক্টোবর ২০১৪ সালে তিনি পর্নোগ্রাফি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং ডিসেম্বরে পর্ন হাব ওয়েবসাইট তালিকায় শীর্ষ স্থানে অবস্থান নেন।

mia-khalifa
অনেক সময় তিনি পোস্ট করেন মেক আপ ছাড়া, চশমা পরা ছবি।

তার পেশা নির্বাচন মধ্যপ্রাচ্যে বিতর্কের বিষয় হয়েছিল, বিশেষ করে একটি ভিডিও, যেখানে তিনি ইসলামিক হিজাব পরিহিত অবস্থায় যৌন কর্ম সঞ্চালন করেছিলেন। যদিও প্রায় তিন মাস পরই তিনি পর্ন শিল্প থেকে অবসর নিয়েছিলেন। বর্তমানে তিনি ক্রীড়া ভাষ্যকার হিসেবে কাজ করছেন।

ছবি – মিয়া খলিফার অফিশিয়াল ইনস্টাগ্রাম

সংশ্লিষ্ট খবর

Back to top button