চাকরির খবর

ওয়াটারএইডে চাকরির সুযোগ

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ডায়নামিক ও দক্ষ লোকবল খুঁজছে। আগ্রহীরা দ্রুত আবেদন করতে পারবেন।

পদের নাম : টেকনিক্যাল স্পেশালিষ্ট (ওয়াশ)। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ার বা সমমান টেকনিক্যাল ফিল্ডে স্নাতক পাস।

ওয়াশ ইনফ্রাস্ট্রাকশন সংক্রান্ত কাজে ন্যূনতম ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফিল্ডের কাজ সুপারভিশনের কাজে দক্ষ হতে হবে। ইতিবাচক মনো ভাবসম্পন্ন ও নিয়মিত ভ্রমণ করায় আগ্রহ থাকতে হবে।

ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করায় পারদর্শী হতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজ করতে হবে। নিয়োগ দেওয়া হবে ২ বছরের জন্য।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

বেতন ও সুযোগ সুবিধা : আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়েটি/ প্রজেক্ট বেনিফিট, উৎসব ভাতা, জীবন বিমা ও চিকিৎসা ভাতা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ১৯ ফেব্রুয়ারি, ২০২২

সংশ্লিষ্ট খবর

Back to top button