আইআরসিতে চাকরির সুযোগ, মাসিক বেতন ১৫৬০০০
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ অফিসে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট। পদসংখ্যা: নির্ধারিত না। আবেদন যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এর মধ্যে ৩-৫ বছর বিজনেস ডেভেলপমেন্ট বা গ্র্যান্টস কো-অর্ডিনেশন; মানবাধিকার বা উন্নয়ন বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীদের রিপোর্ট রাইটিং ও এডিটিংয়ে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর কর্মস্থল হবে ঢাকায়।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,৫৬,০০০ টাকা। এ ছাড়া বছরে দুটি মূল বেতনের সমপরিমাণ বোনাস, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা এবং মোবাইল বিল দেওয়া হবে।
যেভাবে আবেদন : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করুন এখানে।