চাকরির খবর

টেন মিনিট স্কুলে চাকরির সুযোগ

দেশের সর্ববৃহৎ অনলাইন এডুকেশনাল প্লাটফর্ম টেন মিনিট স্কুল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ১৫টি পদে শতাধিক লোক নিয়োগ দেওয়ার জন্য দক্ষ, পরিশ্রমী এবং মেধাবী জনবল খুঁজছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি পূর্ণকালীন ও খন্ডকালীন ভিত্তিতে লোকবল নিয়োগ দেবে। এরমধ্যে সেলস এক্সিকিউটিভ, ইঞ্জিনিয়ার, কন্টেন্ট ম্যানেজার, সাউন্ড ডিজাইনার, অ্যানালিস্টসহ আরো অনেক পদ রয়েছে।

এসব পদে ৩০,০০০ হাজার টাকা থেকে শুরু ১,০০,০০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। তবে খণ্ডকালীনরা কাজের ওপর ভিত্তি করে ১০,০০০-১৮,০০০ পর্যন্ত পাবেন। এছাড়া প্রজেক্টভিত্তিক কাজের পরেও থাকছে স্থায়ী চাকরির সুযোগ থাকছে।

পদগুলোতে বেতন ছাড়াও বছরে দুইটি ফেস্টিভ্যাল বোনাস, ৩ মাস মাতৃত্বকালীন ছুটি ও ৩ সপ্তাহ পিতৃত্বকালীন ছুটি, প্রজেক্ট ভিত্তিক বোনাস, প্রতি কোয়ার্টারে টপ পারফর্মারদের জন্য বোনাস, অফিসেই বিনামূল্যে লাঞ্চ এবং স্ন্যাক্সের ব্যবস্থাসহ বছরে ২৩ দিন অ্যানুয়াল লিভের সুযোগ রয়েছে।

আবেদন যেভাবে : আগ্রহীরা https://10minuteschool.com/careers এই ঠিকানায় আবেদন করতে পারবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button