চাকরির খবর

মিনিস্টার গ্রুপ নিয়োগ : সাক্ষাৎকারেই মিলবে চাকরি

দেশের অন্যতম বৃহৎ ইলেক্ট্রনিক্স কোম্পানি মিনিস্টার হাই টেক পাক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিজ্ঞপ্তির অধীনে মিনিস্টার গ্রুপ নেবে ৫১০ জন, সাক্ষাৎকারেই মিলবে চাকরি। যোগ্যতাসম্পন্ন যে কেউ আবেদন করতে পারবেন।

পদের নাম : মেকানিক/টেকনিশিয়ান (ক. সেলোমেশিন মেকানিক খ. ইন্ডাস্ট্রিয়াল মেকানিক )। পদের সংখ্যা : ১০জন। আবেদন যোগ্যতা : সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম : এসেম্বলার/সহকারী এসেম্বার। পদের সংখ্যা : ৫০০জন। আবেদন যোগ্যতা : জেএসসি, জেডিসি, এসএসসি পাশ হতে হবে।

আবেদন যেভাবে : আবেদনের সময় ২কপি ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, চেয়ারম্যান সনদ ও আপডেট সিভিসহ উপস্থিত হতে হবে, মিনিস্টার হাই টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেড, ৩৩৭, নারায়ণপুর (সাইনবোর্ড), কাশীগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ- এই ঠিকানায়।

সাক্ষাৎকারের সময় : রোববার থেকে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঠিকানায় সাক্ষাৎকার দেওয়া যাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button