বিনোদন

Puja Banerjee : পূজা ব্যানার্জির যে ছবিগুলো আপনাকে মুগ্ধ করবে

সোশ্যাল মিডিয়ায় সুপার হট অবতারে ধরা দিলেন বঙ্গ তনয়া পূজা বন্দ্যোপাধ্যায়। নিয়ন সবুজ মনোকিনিতে একদম ‘সেক্স বম্ব’ হয়ে ধরা দিলেন নতুন মা। কে বলবে এক বছরের পুত্র সন্তানের মা তিনি?

সম্প্রতি একরত্তি ছেলেকে মুম্বইয়ে বাবা-র কাছে রেখে দু-দিনের জন্য গোয়ায় গিয়েছিলেন পূজা। তবে ছুটি কাটাতে নয়, কাজের সূত্রেই গোয়া-সফর নায়িকার। ফটোশ্যুটের ফাঁকে এমনই মন্ত্রমুগ্ধ করা ছবিতে ধরা দিলেন পূজা।

মনোকিনিতে তাপমাত্রা বাড়িয়ে দিয়েছেন এই লাস্যময়ী টলি সুন্দরী। তাঁর বক্ষবিভাজিকার হিল্লোলে কুপোকাত নেটপাড়া। (ছবি-ইনস্টাগ্রাম)

কাজল কালো চোখের বাঁকা চাউনিতে পূজার এই হট পোজ ঘায়েল করছে তাঁর পুরুষ ভক্তদের। (ছবি-ইনস্টাগ্রাম)

গোয়ার দিন যাপনের ঝলক নিজের ইউটিউভ ভ্লগে তুলে ধরেছেন অভিনেত্রী। আপতত ইনস্টাগ্রামের পাশাপাশি ইউটিউবেও ভীষণ অ্যাক্টিভ তিনি। (ছবি-ইনস্টাগ্রাম)

গোয়ার বিচে বালি মেখে শুয়ে রয়েছেন পূজা। পরনে ফ্লোরাল প্রিন্টেট ড্রেস। কালো ফ্লোরাল প্রিন্টেট ড্রেস, চোখে রোদচমশা, নীল সুইমিং পুলের পারে মন্ত্রমুগ্ধ করছেন পূজা। (ছবি-ইনস্টাগ্রাম)

সংশ্লিষ্ট খবর

Back to top button