বিনোদন
Puja Banerjee : পূজা ব্যানার্জির যে ছবিগুলো আপনাকে মুগ্ধ করবে

সম্প্রতি একরত্তি ছেলেকে মুম্বইয়ে বাবা-র কাছে রেখে দু-দিনের জন্য গোয়ায় গিয়েছিলেন পূজা। তবে ছুটি কাটাতে নয়, কাজের সূত্রেই গোয়া-সফর নায়িকার। ফটোশ্যুটের ফাঁকে এমনই মন্ত্রমুগ্ধ করা ছবিতে ধরা দিলেন পূজা।
মনোকিনিতে তাপমাত্রা বাড়িয়ে দিয়েছেন এই লাস্যময়ী টলি সুন্দরী। তাঁর বক্ষবিভাজিকার হিল্লোলে কুপোকাত নেটপাড়া। (ছবি-ইনস্টাগ্রাম)
কাজল কালো চোখের বাঁকা চাউনিতে পূজার এই হট পোজ ঘায়েল করছে তাঁর পুরুষ ভক্তদের। (ছবি-ইনস্টাগ্রাম)
গোয়ার দিন যাপনের ঝলক নিজের ইউটিউভ ভ্লগে তুলে ধরেছেন অভিনেত্রী। আপতত ইনস্টাগ্রামের পাশাপাশি ইউটিউবেও ভীষণ অ্যাক্টিভ তিনি। (ছবি-ইনস্টাগ্রাম)
গোয়ার বিচে বালি মেখে শুয়ে রয়েছেন পূজা। পরনে ফ্লোরাল প্রিন্টেট ড্রেস। কালো ফ্লোরাল প্রিন্টেট ড্রেস, চোখে রোদচমশা, নীল সুইমিং পুলের পারে মন্ত্রমুগ্ধ করছেন পূজা। (ছবি-ইনস্টাগ্রাম)