চাকরির খবর

বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : একাধিক বোনাসের সুযোগ থাকছে

বসুন্ধরা গ্রুপ কেবল ব্যবসায়িক খাতই নয়, তৈরি করেছে বিরাট কর্মক্ষেত্রও। এই গ্রুপের নানা প্রতিষ্ঠানে সরাসরি কর্মরত আছেন প্রায় ৫০ হাজার কর্মী। এছাড়াও নানাভাবে বসুন্ধরা গ্রুপে কাজ করছেন প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ। রাজস্ব খাতে বিরাট অবদানের মাধ্যমে দেশীয় আর্থসামাজিক উন্নয়নেও অবদান রাখছে বসুন্ধরা। বহু বছর ধরেই দেশের শীর্ষস্থানীয় করদাতা প্রতিষ্ঠান হিসেবে সুনাম ধরে রেখেছে বসুন্ধরা গ্রুপ।

বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বসুন্ধরা গ্রুপের অধীন বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ফুড অ্যান্ড বেভারিজ লিমিটেডে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ডিপার্টমেন্ট ইন-চার্জ। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক পাস। সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীর কমপক্ষে ২ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। ডিপোর্ট ও ডিস্ট্রিবিউশনের কাজে প্রার্থীর অবশ্যই জানাশোনা থাকতে হবে চূড়ান্ত নিয়োগের পর প্রার্থীকে বাংলাদেশের যেকোনো স্থানে কাজের কাজের আগ্রহ থাকতে হবে।

Bashundhara Group Job Circular 2022

যেসব কাজ করতে হবে : সেলারের অর্ডার অনুসারে বিএফবিআইএল, বিএমএ তৈরি করতে হবে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে হবে। বিভিন্ন বিল তৈরি করা। রিপোর্ট তৈরি করাসহ কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। সঙ্গে টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়েটি প্রদান করা হবে। এছাড়াও বছরে দুইবার উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৯ জানুয়ারি, ২০২২

সংশ্লিষ্ট খবর

Back to top button