রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ ২০২২ : বেতন ৬০ হাজার টাকা
রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ ২০২২ দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে চলমান প্রকল্পের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে দেখে নিন
পদের নাম : ভলেন্টারি ম্যানেজমেন্ট অফিসার। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আরসিআরসি বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। ভলেন্টারি কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্কিলড হতে হবে।
রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ ২০২২
কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বিশেষ করে অফিস অ্যাপ্লিকেশনের কাজে দক্ষতা থাকতে হবে। যোগাযোগ ও নেগশিয়েশন করার দক্ষতা থাকতে হবে। এনালিটিক্যাল, দলবদ্ধ হয়ে কাজের মানসিকতা থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করায় সিদ্ধহস্ত হতে হবে। অ্যাকাউন্টিং সফটওয়্যার প্যাকেজ সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
Red Crescent Job Circular 2022
আবেদন যেভাবে : আগ্রহীর অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ১৫ জানুয়ারি, ২০২২
বেতন ও সুযোগ সুবিধা : বেতন মাসিক ৬০০০০ টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
৩১ মার্চ, ১৯৭৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রেডক্রস সোসাইটি আদেশে ১৯৭৩ (পিও-২৬) জারি করেন। এই আদেশের বলে ১৬ ডিসেম্বর, ১৯৭১ সাল থেকে ‘বাংলাদেশ রেডক্রস সোসাইটি’ স্বীকৃতি লাভ করে। এরপর ১৯৭৩ সালের ২০ সেপ্টেম্বর রেডক্রসের ২২তম আন্তর্জাতিক সম্মেলনে তেহরানে বাংলাদেশ রেড ক্রস সোসাইটি আন্তর্জাতিকভাবে পূর্ণ স্বীকৃতি লাভ করে। দেশ বিভাগের পরবর্তী ১৯৪৭ সালের ২০ ডিসেম্বর দুই পাকিস্তান যখন এক ছিল তখন থেকে এর কার্যক্রম এই অঞ্চলে শুরু হয়েছিল অবশ্য।
১৯৮৮ সালে সংগঠনটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’ রাখা হয়। সংস্থাটির প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত। সংস্থাটি দেশের বিভিন্ন মানবিক বিপর্যয়ে দেশের বিভিন্ন প্রান্তে আর্তমানবতার সেবা করে থাকে। সংগঠনটির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহাব।