বাংলাদেশ

NID BD – জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে? এখন যা করবেন

জাতীয় পরিচয়পত্র হারিয়ে যেতেই পারে। তবে যত দ্রুত সম্ভব নতুন জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা উচিত।

এনআইডি হারিয়ে গেলে প্রথমেই কাছের থানায় জিডি করুন। এরপর নির্ধারিত ফরম পূরণ করুন। হারানো আইডি কার্ড উত্তোলনের আবেদন ফরম এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

এই ফরম প্রিন্ট করে পূরণ করুন। এরপর প্রিন্ট কপি ও জিডির মূল কপিসহ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে অথবা ঢাকায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করুন।

স্মার্টকার্ড হারিয়ে গেছে? এখন যা করবেন

এবার আপনার মনের প্রশ্নের উত্তরগুলো নিচে দেখে নিন –

১। National ID Card হারিয়ে গেছে। কিভাবে নতুন কার্ড পেতে পারি?

উত্তর: নিকটতম থানায় জিডি করে জিডির মূল কপিসহ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে অথবা ঢাকায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।

২। হারানো ও সংশোধন একই সাথে করা যায় কি?

উত্তর: হারানো ও সংশোধন একই সাথে সম্ভব নয়। আগে হারানো কার্ড তুলতে হবে পরে সংশোধনের জন্য আবেদন করা যাবে।

৩। হারিয়ে যাওয়া এনআইডি কার্ড কিভাবে সংশোধন করব?

উত্তর: প্রথমে হারানো এনআইডি কার্ড উত্তোলন করে তারপর সংশোধনের আবেদন করতে হবে।

৫। প্রাপ্তি স্বীকারপত্র / স্লিপ হারালে করণীয় কি?

উত্তর: স্লিপ হারালেও থানায় জিডি করে সঠিক ভোটার আইডি নাম্বার দিয়ে হারানো কার্ডের জন্য আবেদনপত্র জমা দিতে হবে।

৬। প্রাপ্তি স্বীকারপত্র / National ID Card হারিয়ে গেছে কিন্তু কোন ডকুমেন্ট নেই বা NID নম্বর / ভোটার নম্বর / স্লিপের নম্বর নেই, সে ক্ষেত্রে কি করণীয়?

উত্তর: সংশ্লিষ্ট উপজেলা / থানা / জেলা নির্বাচন অফিস থেকে ভোটার নম্বর সংগ্রহ করে NID Registration Wing / উপজেলা / থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে হবে।

৭। জাতীয় পরিচয়পত্রে নেই কিন্তু তথ্য পরিবর্তিত হয়েছে এমন তথ্যাদি পরিবর্তন কিভাবে সম্ভব?

উত্তর: জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে এ সংক্রান্ত কাগজপত্রাদিসহ আবেদন করলে যাচাই-বাছাই করে বিবেচনা করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button