চাকরির খবর

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে চাকরি : Bangladesh Computer Council Job Circular 2022

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (Bangladesh Computer Council) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের গবেষণা ও উন্নয়ন মাধ্যম তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ (১ম সংশোধিত)’ প্রকল্পে লোকবল নেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Bangladesh Computer Council Job Circular 2021 distributed today at www.bcc.gov.bd by the Bangladesh Computer Council. BCC Job Circular 2021 reported by the Bangladesh Computer Council for Bangladeshi jobless individuals.

প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, পদের নাম- হিসাবরক্ষক, পদের সংখ্যা-১, কাজের ধরন- পূর্ণকালীন, কর্মস্থল- ঢাকা

Bangladesh Computer Council Job Circular 2021

আবেদন যোগ্যতা

১। বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস। এমএস ওয়ার্ড, এমএম এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, ই-মেইল ব্যবহারে পরদর্শী হতে হবে।

২। বাংলা টাইপিংয়ে দক্ষ হতে হবে।

৩। প্রকল্প কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৪। বয়সসীমা ৩০ বছর।

আবেদন ফি – ৩০০ টাকা

আবেদন যেভাবে

আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে https://erecruitment.bcc.gov.bd এই ঠিকানা থেকে।

আবেদনের শেষ তারিখ – ১৫ ডিসেম্বর, ২০২১

সংশ্লিষ্ট খবর

Back to top button