আকিজ গ্রুপে চাকরি : Akij Group Job Circular 2022

প্রতিষ্ঠানের নাম- আকিজ ফুড অ্যান্ড বেভারিজ লিমিটেড, পদের নাম- এক্সিকিউটিভ, পদের সংখ্যা- নির্ধারিত না, কাজের ধরন- পূর্ণকালীন, কর্মস্থল- ঢাকা
Akij Group Job Circular 2021
আবেদন যোগ্যতা
১। কমপক্ষে মাস্টার্স পাস হতে হবে।
২। কম্পিউটার স্কিল, কাস্টমার রিলেশন, ইআরপি সফটওয়্যার, সাপ্লাই চেইন প্লানিং ও টিম ওয়ার্কে দক্ষ হতে হবে।
৩। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪। ফরেন প্রোনাউন্সমেন্ট, লোকাল প্রোনউন্সমেন্ট, পারচেজ বিষয়ক জানাশোনা থাকতে হবে।
৫। বেভারিজ, ফুড ও ম্যানুফেকচারিং কাজে দক্ষতা থাকতে হবে।
৬। বয়সসীমা ২৭-৩৫ বছর।
৭। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
৮। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে।
বেতন ও সুযোগ সুবিধা
১। বেতন আলোচনা সাপেক্ষে
২। মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়েটি প্রদান করা হবে।
৩। সেলারি রিভিউ বার্ষিক
৪। উৎসব ভাতা
আবেদনের শেষ তারিখ
১০ ডিসেম্বর, ২০২১