ফিফার র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে আর্জেন্টিনা, ব্রাজিল দুইয়ে
ফুটবলের আন্তর্জাতিক বিরতির পর নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। আগে থেকে শীর্ষে থাকা বেলজিয়াম ধরে রেখেছে নিজেদের অবস্থান। ফিফা র্যাঙ্কিংয়ে আবারও সেরা পাঁচে ফিরেছে আর্জেন্টিনা। দুইয়ে আছে ব্রাজিল। বাংলাদেশের ১৮৭তম অবস্থানেও কোনো রদবদল হয়নি।
মাঝের এই বিরতিতে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলে আর্জেন্টিনা। লুইস সুয়ারেজদের বিপক্ষে জয় পেলেও ব্রাজিলের সঙ্গে ড্র করে তারা। এতে র্যাঙ্কিংয়েও ছয় থেকে এক ধাপ এগিয়ে পাঁচে এসেছে আলবিসেলেস্তেরা।
পাঁচ থেকে দুই ধাপ নেমে সাতে চলে গেছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি। তাদের পেছানোর সময় এগিয়েছে নেদারল্যান্ড। এক ধাপ এগিয়েছে তারা। উপরের দুই দল ব্রাজিল ও বেলজিয়াম নিজেদের জায়গায় স্থির আছে। তিনে থাকা বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও আছে আগের অবস্থানেই।
সেরা দশে বদল আসেনি যথাক্রমে সাত ও আট নম্বর অবস্থানে থাকা স্পেন ও পর্তুগালের অবস্থানেও। এক ধাপ এগিয়ে চারে উঠেছে গত ইউরোর ফাইনালিস্ট ইংল্যান্ড। বাংলাদেশ আছে নিজেদের আগের অবস্থানেই। র্যাঙ্কিংয়ে ১০৪-এ চলে এসেছে প্রতিবেশী দেশ ভারত।
মেসির কাছে ‘বিশেষ বছর’ ২০২১
২০২১ কি লিওনেল মেসির জীবনের সবচেয়ে স্মরণীয় বছর? হওয়ার সম্ভাবনাই তো প্রবল। অন্তত আর্জেন্টিনার মেসির জন্য এই বছরটা যে বিশেষ, তা তো বলার অপেক্ষা রাখে না। ক্যারিয়ারজুড়ে থাকা একটি আন্তর্জাতিক শিরোপা আক্ষেপ মেসির শেষ হয়েছে এ বছর।
আর্জেন্টিনাকে ২৮ বছর পর এনে দিয়েছেন কোপা আমেরিকার শিরোপা। এই বছরই আগামী কাতার বিশ্বকাপ খেলাও নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। চলতি ব্ছর আর্জেন্টিনার আর কোনো খেলা নেই। কাতার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিই ২০২১ সালে তাদের শেষ ম্যাচ।
এই ম্যাচটি ড্র করেছে লিওনেল স্ক্যালোনির দল। এরপর লিওনেল মেসি ফিরেছেন ফ্রান্সে। প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের হয়ে মাঠে নামবেন তিনি আবার। প্যারিসে পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন মেসি। সেখানেই ২০২১ সালকে বিশেষ বছর বলে জানিয়েছেন তিনি।
আর্জেন্টাইন লিখেছেন, ‘একটু আগেই প্যারিসে পৌঁছেছি কাতার বিশ্বকাপ খেলা নিশ্চিত করার অসীম আনন্দ নিয়ে। কোনো সন্দেহ নেই বিশেষ এই বছরটির মাহাত্ম্য বাড়িয়েছে এটি। আমাদের জন্য সবসময় আপনাদের দেওয়া ভালোবাসার জন্য ধন্যবাদ। যদি সৃষ্টিকর্তা চান, আগামী জানুয়ারিতে আবার দেখা হবে।’
জাতীয় দলে দুর্দান্ত কাটলেও ক্লাবে মেসির চলতি বছরটি কাটছে বেশ অস্বস্তির মধ্যে দিয়ে। বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষ করে পিএসজিতে পাড়ি জমিয়েছেন তিনি। এখানে এসেও এখন অবধি লিগ ওয়ানে পাননি গোলের দেখা। এর মধ্যেই ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর অভিযোগ করেছেন, মেসি নাকি পিএসজির চেয়ে বেশি সময় দেন আর্জেন্টিনায়।