নায়িকা বিদ্যা সিনহা মিমের আংটি বদলের ছবি
নায়িকা বিদ্যা সিনহা মিম বিয়ের ঘোষণা দিয়েছেন। নিজের জন্মদিনের (১০ নভেম্বর) আংটি বদল করেছেন তিনি। বিদ্যা সিনহা মিম নিজেই জানান, ‘ফাইনালি অ্যানগেজড’!
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হবু স্বামীর সঙ্গে একান্ত ছবিও প্রকাশ করেন তিনি। মিম বলেন, ‘৬ বছর আগে তোমার সঙ্গে আমার এই সুখের যাত্রা। আজ আমার জন্য অত্যন্ত বিশেষ দিন। আজই চিরদিনের জন্য পথচলা শুরু হলো। জীবনের নতুন অধ্যায়ের সূচনা। ফাইনালি অ্যানগেজড!’
নায়িকা মিমের হবু স্বামীর নাম, পরিচয়সহ আনুষাঙ্গিক তথ্য। সুদর্শন এই যুবকের নাম সনি পোদ্দার। তিনি জন্মগ্রহণ করেছেন কুমিল্লায়। মাধ্যমিক শেষ করেন কুমিল্লা জিলা স্কুলে।
ঢাকায় এসে সনি পোদ্দার পড়াশোনা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। মিমের সঙ্গে বাগদানের ছবি দেখে তার এক সহপাঠী-বন্ধু এসব তথ্য নিশ্চিত করেছেন।
সনি পোদ্দার বর্তমানে কর্মরত আছেন সিটি ব্যাংকে। তবে এর আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্টার্ন ব্যাংকে চাকরি করেছিলেন।
মিমের সঙ্গে সনির ৬ বছরের প্রেম। তবে তারা দু’জনেই সম্পর্কের বিষয়টি একেবারে গোপন রেখেছিলেন। যদিও ভালোবেসে তারা আরও আগেই আংটি বদল করেছিলেন।
আরো পড়ুন – অপু বিশ্বাস নায়িকা হলেন যেভাবে
আরো পড়ুন – পরীমণির আইনজীবী আমান রেজা আসলে কে?
আরো পড়ুন – বিরিয়ানি খেতে চেয়ে বিপদে নুসরাত ফারিয়া!