khela.com লোগো তৈরি করে কক্সবাজার ঘুরে আসুন
আপনি কি একজন সৃজনশীল গ্রাফিক ডিজাইনার? আপনি কি লোগো তৈরিতে পারদর্শী? যদি চান আপনার তৈরি লোগোটি পরিচিত হয়ে উঠুক, তবে অংশগ্রহণ করতে পারেন খেলা ডট কমের লোগো তৈরি প্রতিযোগিতায়।
খেলাধুলা বিষয়ক স্পোর্টস পোর্টাল ‘খেলা ডট কম’ এর জন্য লোগো ডিজাইন করে পাঠান আর সেরা নির্বাচিত হয়ে জিতে নিন ঢাকা-কক্সবাজার-ঢাকার এয়ার টিকিট। এই প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত।
একজন অংশগ্রহণকারী একাধিক ডিজাইন জমা দিতে পারবেন। সে ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ই-মেইল আইডি ব্যবহার করতে হবে। লোগোর কালার ও কনসেপ্ট ব্যবহারে ডিজাইনারদের সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হচ্ছে। তবে চিন্তায় রাখতে হবে খেলা ডট কম শুধু ক্রিকেট বা ফুটবলে সীমাবদ্ধ কোন পোর্টাল নয়। দেশ ও দেশের বাইরের সকল প্রকার খেলা বিষয়ক আয়োজন, টুর্নামেন্ট, খেলা বিষয়ক দেশি-বিদেশি সংবাদ, খেলার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করবে খেলা ডট কম।
ডিজাইনকৃত লোগোটি জমা দিন এই ঠিকানায় – https://www.khela.com
ডিজাইন পাঠানোর শেষ তারিখ – ২০ নভেম্বর ২০২১