চাকরির খবর

রুপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

রুপালী ব্যাংক লিমিটেডে ২০১৮ সাল ভিত্তিক সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার (ব্যবহারিক) সময়সূচি প্রকাশিত হয়েছে। সোমবার বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়।

বিজ্ঞপ্তি অনুসারে, স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানী ঢাকার সেন্ট্রাল উইমেনস কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৬০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র দিয়েই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা প্রবেশপত্র প্রদান করা হবে না।

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চেকিং কার্যক্রম সম্পূর্ণ করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে উপস্থিত হতে হবে।

এছাড়া প্রবেশপত্র ব্যতীত মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস ও কাগজপত্র নেওয়া যাবে না।

উল্লেখ্য, মাস্ক পরিধান ব্যতীত কোন প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

সুত্রঃ ঢাকা পোস্ট

সংশ্লিষ্ট খবর

Back to top button