বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকিউরমেন্ট অফিসার, ইন্সপেক্টর, ডাটা এন্ট্রি অপারেটর ও ট্রলিম্যান পদের পরীক্ষা ১০ সেপ্টেম্বর এবং মেডিকেল অফিসার, এরোড্রাম সহকারী, এয়ারপোর্ট ফায়ার লিডার ও লাউঞ্জ রুম পরিচালক পদের পরীক্ষা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়েছে, ১০ তারিখের এমসিকিউ পরীক্ষা কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ ও বিএএফ শাহীন কলেজে অনুষ্ঠিত হবে এবং ১১ তারিখের এমসিকিউ পরীক্ষা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ।
বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
ইতিমধ্যেই টেলিটকের মাধ্যমে আবেদনকারীদের পরীক্ষার সময় সূচি ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
এর আগে ১৮ মে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ৮টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।
সূত্র : ঢাকা পোস্ট