স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জুনিয়র কনসালটেন্ট পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়।
বিজ্ঞপ্তি অনুসারে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২১ আগস্ট।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রার্থীদের জন্য নতুন করে কোনও প্রবেশপত্র প্রেরণ করা হবে না। তবে কোন প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে বা নষ্ট হয়ে গেলে কর্ম কমিশনের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
মৌখিক পরীক্ষার সময়ে দুই সেট শিক্ষা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি এবং এনআইডি কার্ড সঙ্গে আনতে হবে।
সূত্র : ঢাকা পোস্ট