চাকরির খবর
সহকারী জজ নিয়োগ পরীক্ষা কবে?
১৪শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদের (সহকারী জজ) নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। পরীক্ষা নিয়ন্ত্রক, জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে চলমান কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ও সরকারের এ সংশ্লিষ্ট সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে সহকারী জজ নিয়োগ পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, এই প্রসঙ্গে কমিশনের ওয়েবসাইটে গত ১ আগস্ট প্রকাশিত কোভিড-১৯ এর টিকা গ্রহণের পরামর্শ বিদ্যমান থাকবে।
সূত্র : ঢাকা পোস্ট