চাকরির খবর

ড্যানিশে বিক্রয় প্রতিনিধি নিয়োগ


পারটেক্স স্টার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ড্যানিশের ভোগ্যপণ্য বিক্রয়ের জন্য কিছু সংখ্যক উদ্যমী ও প্রাণবন্ত কর্মী নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: ড্যানিশ

পদের নাম- আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক
আবেদনের যোগ্যতা- ১। সংশ্লিষ্ট কাজে নূন্যতম ৩ বছরের অভিজ্ঞতা
২। যেকোন বিষয়ে স্নাতক পাশ
৩। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

পদের নাম – আঞ্চলিক বিক্রয় প্রতিনিধি
আবেদনের যোগ্যতা- ১। কমপক্ষে এইচএসসি বা সমমান পাশ
২। সংশ্লিষ্ট কাজে কম পক্ষে এক বছরের অভিজ্ঞতা
৩। বয়স সর্বোচ্চ ৩০ বছর

বেতন – আলোচনা সাপেক্ষ

আবেদনের নিয়ম-

আগ্রহী প্রার্থীরা সিভি, সদ্য তোলা ২ কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের একসেট ফটোকপি, অভিজ্ঞতাপত্র ও জাতিয় পরিচয় পত্রের ফটোকপি পাঠাতে হবে- পারটেক্স স্টার গ্রুপ, কমপেক্স-২, শান্তা ওয়েস্টান টাওয়ার, লেভেল-১৩, বীর উত্তম মীর, শওকত রোড, ১৮৬ তেজগাঁও শি/এ, ঢাকা-১২০৮।

অথবা মেইল করা যাবে hr.danish@danishbd.com এই ঠিকানায়।

সূত্র: ঢাকা পোস্ট

সংশ্লিষ্ট খবর

Back to top button