বাংলাদেশের বৃহত্তম অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’-এ নির্বাহী অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম- টেন মিনিট স্কুল
পদের নাম- নির্বাহী অফিসার
পদের সংখ্যা- ০১ টি
আবেদনের যোগ্যতা-
১। নূন্যতম স্নাতক
২। কমপক্ষে খন্ডকালীন কাজের অভিজ্ঞতা
৩। এমএস অফিস ও জি স্যুইটে কাজ করার সাবলীলতা।
৪। ডিজিটাল কনটেন্ট সর্ম্পকে ধারনা থাকতে হবে।
৫। দলগত ভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা-
১। মাসিক ২০-২৫ হাজার টাকা প্রদান করা হবে।
২। কোম্পানির নিয়ম অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম-
আবেদন করার জন্য https://forms.gle/1oaHiJ8EHLrYztxH7 এই ঠিকানায় যেতে হবে।
সূত্র: ঢাকা পোস্ট