জেসিন্ডা আরডানের সঙ্গে দেখা করতে চান তামিম

২০১৯ সালে নিউজিল্যান্ডে সিরিজ অসমাপ্ত রেখেই ফিরতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলকে। ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার সেই অভিজ্ঞতা নিশ্চয়ই সারাজীবনেও ভুলতে পারবেন না তামিম ইকবালরা।

দুই বছর পর আবারও সেই ক্রাইস্টচার্চে গিয়েছে টাইগাররা। সেখানেই তামিম ইকবালকে কথা বলতে হয়েছে পুরোনো সেই স্মৃতি নিয়ে। তিনি জানিয়েছেন, ভয়াবহ ওই অভিজ্ঞতা ভুলতে বেশ সময় লেগেছিল তাদের।

তিনি বলেন, ‘এটা কঠিন সময় ছিল আমাদের সবার জন্য। বিশেষত যারা তাদের পরিবারের সদসদ্যের হারিয়েছে তাদের জন্য। আমরা কেবল তাদের জন্য প্রার্থনা করতে পারি। খুব বেশি ভালো সময় ছিল না। কিন্তু আমাদের সামনে তাকাতে হবে। এটি সম্ভবত আমার চতুর্থ বা পঞ্চমবার নিউজিল্যান্ড সফর। এটা খুব সুন্দর দেশ, মানুষগুলোও দারুণ।’

ওই সময় বেশ প্রশংসিত হয়েছিল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডানের ভূমিকা। বিশ্বজুড়েই তার কথা ছিল সবার মুখে। কিউই প্রধানমন্ত্রীকে সামনে থেকে ধন্যবাদ দিতে চান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।

তিনি বলেন, ‘এখানকার প্রধানমন্ত্রীর কথাও বলতে চাই, ওই কঠিন সময় তিনি যেভাবে সামলেছেন, বাংলাদেশের সবাই বাহবা দিয়েছে। তিনি দারুণ কাজ করেছেন। ব্যক্তিগতভাবে কখনও তার সঙ্গে দেখা করার সুযোগ হলে আমি তাকে ধন্যবাদ জানাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *