আইসিসির মাসসেরা ভারতের অশ্বিন

আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ভারতীয় অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন। এই নিয়ে দ্বিতীয় বার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্সকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন তিনি।
গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ পুরস্কারের ফল পেয়েছেন অশ্বিন। জো রুটদের বিপক্ষে তিন ম্যাচে মাঠে নেমে ১৭৬ রানের পাশাপাশি ২৪টি উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে চেন্নাই টেস্টে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন তিনি। ছুঁয়েছেন নিজের ক্যারিয়ারের চারশ উইকেটের মাইলফলকও।
আইসিসির ভোটিং অ্যাকাডেমির সদস্য ভিভ রিচার্ডস অশ্বিনকে বেছে নেওয়ার কারণ জানিয়ে টুইটারে লিখেছেন, ‘সহায়ক কন্ডিশনে হলেও গুরুত্বপূর্ণ একটি সিরিজে ধারাবাহিকভাবে উইকেট নিয়ে দলকে এগিয়ে রাখতে সাহায্য করেছে অশ্বিন। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড যখন ম্যাচে ফিরতে লড়ছিল তখন দলের কঠিন সময়ে সে সেঞ্চুরি করেছিল। তার ওই পারফরম্যান্সে বন্ধ হয়ে যায় প্রতিপক্ষের ঘুরে দাঁড়ানোর পথ।’
এছাড়া ফেব্রুয়ারির বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে গত মাসে তিনটি ওয়ানডে খেলেন তিনি, সবগুলোতে ফিফটি হাঁকিয়ে ২৩১ রান করেছেন বিউমন্ট।
সাবেক খেলোয়াড়, ব্রডকাস্টার ও সাংবাদিকদের নিয়ে গঠিত একটি স্বতন্ত্র আইসিসি ভোটিং অ্যাকাডেমি মাসসেরা খেলোয়াড় নির্বাচন করেছে। এর মধ্যে দর্শকদের ভোটও আছে দশ শতাংশ, বাকি ৯০ শতাংশ ভোটিং অ্যাকাডেমির সদস্যদের ভোটে।