বিনোদন

দল বদলের কারণ জানালেন শ্রাবন্তী

কদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী৷ যোগ দেওয়ার পর থেকেই তিনি রাজ্য রাজনীতি নিয়ে শাসকদলকে নিয়ে সোশাল মিডিয়ায় মন্তব্য করে বিতর্ক তুলেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে যখন নেট পাড়ায় উত্তেজনা, তখন রাজনীতিতে পা দিয়ে সেই বিতর্ককে যেন আরও বাড়িয়ে তুললেন শ্রাবন্তী৷

মোদীর ব্রিগেড নিয়ে প্রথম থেকেই বেশ উচ্ছ্বসিত শ্রাবন্তী৷ বিজেপিতে যোগ দিয়ে অভিনেত্রী জানিয়ে ছিলেন মোদীর দ্বারা কতটা অনুপ্রাণিত তিনি৷ সেই অনুপ্রেরণা থেকেই দলটিতে তার যোগ দেওয়া।

ব্রিগেডের সকালেই টুইট করে তৃণমূলকে কটাক্ষ করলেন শ্রাবন্তী৷ স্পষ্ট ভাষায় জানালেন, কেন তৃণমূল থেকে বেরিয়ে আসছেন দলের পুরনো নেতা, মন্ত্রী এবং সমর্থকরা৷

শ্রাবন্তী টুইটে লেখেন, ‘বেশির ভাগ নেতা, মন্ত্রী ও সমর্থকরা তৃণমূল থেকে বেরিয়ে আসছে পিসি ও ভাইপো-র রাজনীতির জন্য৷ এরা দু’জন নিজেদের টিকিয়ে রাখতে সব সময়ই বল প্রয়োগ করে থাকে৷’

বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্য রাজনীতি সরগরম৷ ইতিমধ্যেই শাসক দল ঘোষণা করেছে ২৯১টি আসনে প্রার্থীদের নাম৷ বিজেপিও তৈরি নিজেদের সৈনিক নিয়ে৷ আর রবিবারের মোদী ব্রিগেড তো শাসকদলকে শক্তি দেখানোর দিনই৷

বিজেপির ঝুলিতে এখন বাংলার টলিপাড়ার প্রচুর তারকা৷ একের পর এক চমক দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন, যশ দাশগুপ্ত, শ্রাবন্তী, পায়েল৷ ব্রিগেডে হাজির হয়েছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তীও৷ সবে মিলিয়ে বিজেপির ব্রিগেডে গ্ল্যামারের ছড়াছড়ি৷

সংশ্লিষ্ট খবর

Back to top button