খেলা

শচীনদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রফিকরা

ভারতের রোড সেফটি টুর্নামেন্টে প্রথম ম্যাচে ভারত লেজেন্ডেসের মুখোমুখি হয়েছে বাংলাদেশ লেজেন্ডস। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার লেজেন্ডেসের অধিনায়ক মোহাম্মদ রফিক।

টুর্নামেন্টে এখনো পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে শচীনের দল। অন্যদিকে শুক্রবারই প্রথমবারের মতো এই টুর্নামেন্টে মাঠে নামছে বাংলাদেশ লেজেন্ডস।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামবেন জাভেদ ওমর বেলিম ও হান্নান সরকার। আছেন এক সময়ের তারকা ওপেনার ও বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ভাই নাফিজ ইকবালও। বাংলাদেশের বোলিংয়ের গুরু দায়িত্বটা সামলাবেন অধিনায়ক মোহাম্মদ রফিক।

সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া আব্দুর রাজ্জাকও আছেন বাংলাদেশ লেজেন্ডেসের একাদশে। আছেন খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলটরা।

বাংলাদেশ লেজেন্ডস একাদশ- জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাফিজ ইকবাল, রাজিন সালেহ, নাজিম উদ্দিন, মোহাম্মদ শরীফ, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, আলমগীর কবির ও আব্দুর রাজ্জাক।

সংশ্লিষ্ট খবর

Back to top button