ভারতের আহমেদাবাদে তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। এক লাখের বেশি ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ শুরু হয়েছে বুধবার। ইংল্যান্ডের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে মাঠে নেমেছে ভারত।
তার আগেই বদলে গেছে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়ামের নাম। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটেলের নামে ১৯৮৩-তে গুজরাটের আহমেদাবাদে ওই স্টেডিয়াম তৈরি হয়। তার আগে এর নাম ছিল গুজরাট স্টেডিয়াম। বুধবার সেই স্টেডিয়ামেরই নাম বদলে দেওয়া হয়েছে।
নতুন করে এই স্টেডিয়ামের নাম রাখা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে করা হবে। তবে এটিকে ঘিরে তৈরি হওয়া ক্রীড়া কমপ্লেক্সের নাম থাকছে প্যাটেলের নামেই।
বুধবার এই স্টেডিয়ামের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তারপরই ওই স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ শুরু হয়। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সূচনালগ্নে সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপ-মুখ্যমন্ত্রী ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ সেখানে থাকলেও ছিলেন না বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি।
অমিত শাহ স্টেডিয়ামের সূচনা অনুষ্ঠান থেকে জানিয়েছেন, সর্দার প্যাটেল ক্রীড়া কমপ্লেক্স এবং নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সঙ্গে আমদাবাদেরই নারাণপুরায় একটি ক্রীড়াঙ্গন তৈরি হবে। তিনি বলেন, ‘এই তিনটি জায়গা মিলিয়ে যে কোনও আন্তর্জাতিক খেলা আয়োজন করা যেতে পারে। হতে পারে অলিম্পিকও। আমদাবাদ ভারতের ক্রীড়াশহর হিসেবে পরিচিতি পাবে।’
তবে প্যাটেলের নাম মুছে দিয়ে নতুন স্টেডিয়াম মোদির নামে করায়, রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি যদিও সে বিতর্কে জড়াতে নারাজ। তাদের স্পষ্ট যুক্তি, কোনও নামবদল হয়নি। প্যাটেলের নামেই রয়েছে পুরো ক্রীড়া কমপ্লেক্স। তারই অংশ এই স্টেডিয়াম।