মহারাষ্ট্রের কংগ্রেস নেতার কটাক্ষের মুখে পড়লেন অমিতাভ বচ্চন। দেশটিতে পেট্রোলের দাম বাড়ছে। এ নিয়ে অনেকে কথা বললেও চুপ রয়েছেন বলিউডের এই শাহেনশাহ। তার সঙ্গে নাম জড়িয়েছে অক্ষয় কুমারেরও।
বলিউড নায়করা জনগনের কোনো অসুবিধা নিয়ে কথা বলেন না। এমনটাই অভিযোগ কংগ্রেস নেতা নানা পাটোলের। এই মন্তব্যের পর থেকে শুরু হয় শোরগোল।
নানা পাটোল আরও বলেন, ‘অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমররা সাধারণ মানুষের ইস্যু নিয়ে কথা বলতে ব্যর্থ। তাই তাদের সিনেমা যেখানে মুক্তি পাবে, সেখানে গিয়ে কালো পতাকা দেখানো হবে।’
কংগ্রেস নেতার মন্তব্যের পর এ নিয়ে অমিতাভ বা অক্ষয় কেউই কোনো কথা বলেননি। তবে এই ঘটনা যেন বড় কিছুতে পরিণত না হয় সেই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পুলিশ মোতায়েন করা হয়েছে অমিতাভ বচ্চনের বাড়ির সামনে।
উল্লেখ্য, অমিতাভ বচ্চন আপাতত কোনো শুটিংয়ের ব্যস্ত নেই। তবে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, নাগার্জুনা ও ডিম্পল কপাডিয়া।
অন্যদিকে অক্ষয় ব্যস্ত আছেন ‘বেল বটম’ সিনেমার শুটিংয়ে। এটি রঞ্জিত তিওয়ারি পরিচালনা করছেন। এতে আরও অভিনয় করছেন ভানি কাপুর, লারা দত্ত প্রমুখ। এপ্রিলের শুরুতে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা যায়।