খেলা

ভোগলের টুইটেই জবাব সাকিব পত্নী শিশিরের

বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে আইপিএল নিলাম। দল পেয়েছেন সাকিব আল হাসান। আগামী আসরে খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কিন্তু আইপিএল চলাকালীন শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

ইতোমধ্যেই ওই সিরিজ থেকে ছুটি চেয়েছেন সাকিব। তার ছুটি মঞ্জুরও করেছে বিসিবি। যেটি নিয়ে দেশজুড়েই চলছে আলোচনা ও সমালোচনা। এবার তাতে যোগ দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে সাকিবের সিদ্ধান্তের যৌক্তিকতা খুঁজেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। ওই টুইটের স্ক্রিনশট পোস্ট করে শিশির লিখেছেন, ‘তার সবসময়ই পরিকল্পনা থাকে।’

হার্শা নিজের টুইট বার্তায় লিখেছেন, ‘এখন বেশির ভাগ ক্রিকেটারই দেশের হয়ে টেস্ট খেলার চেয়ে আইপিএলকে বেছে নিচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলবেন সাকিব আল হাসান। দুইটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে বিশ্বকাপ আছে আগামী দুই বছরে, সিদ্ধান্ত নেওয়াটা এখন সহজ হয়ে গেছে।’

বৃহস্পতিবার অনুষ্ঠিত আইপিএল নিলামে তিন কোটি বিশ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। দলটির হয়ে আগেও ছয় মৌসুম খেলে দুইবার আইপিএল শিরোপা জিতেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সংশ্লিষ্ট খবর

Back to top button