খেলা

আইপিএল অধরাই থাকল মুশফিক-মাহমুদউল্লাহর

জাতীয় দলে প্রতিনিধিত্ব করছেন প্রায় এক যুগের বেশি সময়। পারফরমও করছেন নিয়মিত। তবুও আইপিএলে এখনো সুযোগ পাননি মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। বৃহস্পতিবার অনুষ্ঠিত ১৪তম আইপিএলের নিলাম শেষেও অবিক্রিত থেকে গেছেন তারা।

নিলামের শুরুর দিকে প্রকাশিত তালিকায় নাম ছিল না মুশফিকুর রহিমের। এর আগে ১৩বার নিলামে ওঠেও দল না পাওয়ায় আইপিএলের আগামী আসরের নিলামে শুরুতে নিজের নাম দেননি তিনি। কিন্তু নিলাম শুরুর কিছুক্ষণ আগেই জানা যায় এবারের আইপিএল নিলামে নাম আছে তার। তবে শেষ পর্যন্ত আইপিএলে খেলার স্বপ্ন অধরাই থাকল মুশফিকের।

আগে থেকে প্রকাশ হওয়া বাংলাদেশের চার ক্রিকেটারের দুইজনও দল পাননি। নিলামে অবিক্রিত থেকে গেছেন দুই অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

নিলাম থেকে সাকিব আল হাসানকে তিন কোটি বিশ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে। আগে এই দলটির হয়ে দুইবার আইপিএল শিরোপা জিতেছিলেন ওয়ানডেতে বিশ্বসেরা এই অলরাউন্ডার।

দল পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমানও। তার ভিত্তিমূল্য এক কোটি রুপিতে দলে টেনেছে রাজস্থান রয়্যালস।

সংশ্লিষ্ট খবর

Back to top button