খেলা

বড় সময়ের জন্য রামোসকে হারাচ্ছে রিয়াল

চলতি মৌসুমের পরেই অধিনায়ক সার্জিও রামোসকে আর না পাওয়ার শঙ্কায় আছে রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে এবার আরও এক দুঃসংবাদ পেল রিয়াল। ইএসপিএন জানাচ্ছে, হাঁটুর চোটের কারণে স্প্যানিশ এই ডিফেন্ডারকে কমপক্ষে দুই মাসের জন্য হারিয়ে ফেলেছে স্পেন ও ইউরোপের সফলতম দলটি।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় রিয়াল মাদ্রিদ নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে রামোসের অস্ত্রোপচারের কথা। সেখানে বলা হয়েছে, ‘সার্জিও রামোসের বাম হাঁটুতে মেনিস্কাস চোটের অস্ত্রোপচার আজ শনিবার সফলবভাবে সম্পন্ন হয়েছে।’ ক্লাবের মেডিক্যাল দলের সঙ্গে আলোচনার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন রামোস।

সেরে উঠতে কমপক্ষে দেড় মাসের মতো সময় প্রয়োজন তার। মাঠে ফেরার আনুমানিক সময় ধরা হচ্ছে মার্চের শেষভাগকে। সেটা হলে আটালান্টার বিপক্ষে দলের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর লড়াইয়ের প্রথম ভাগে খেলতে পারবেন না তিনি, এটা নিশ্চিত। শঙ্কা আছে ১৬ মার্চ ফিরতি লেগে খেলা নিয়েও।

চোটের কারণে গত ১৪ জানুয়ারি অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে সুপারকোপা দে এস্পানার ম্যাচে খেলেননি রামোস। ছিলেননা কোপা দেল রেতে আলকয়ানোর বিপক্ষেও, সে ম্যাচে হেরে কোপার তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল কোচ জিনেদিন জিদানের দল।

ক্লাবের নির্ভরযোগ্য সূত্র ধরে ইএসপিএন জানাচ্ছে, শুরুতে অস্ত্রোপচার এড়াতেই চেয়েছিলেন স্প্যানিশ এই ডিফেন্ডার কিন্তু রিয়াল মাদ্রিদ ডাক্তারদের পরামর্শে শেষমেশ শল্যবিদের ছুড়ির নিচে যেতে হয় তাকে।

এই অস্ত্রোপচারের ফলে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। সেজন্যে আটালান্টার বিপক্ষে ম্যাচে থাকছেন না তিনি। লিগে হুয়েস্কা, গেটাফে, ভ্যালেন্সিয়া, রিয়াল ভায়াদোলিদ, রিয়াল সোসিয়েদাদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাদ্রিদ ডার্বিতে তার না থাকাটাও নিশ্চিত। শঙ্কা আছে এরপর এলচে ও সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচদুটো নিয়েও। এমন চোটে পড়ার পর অধিনায়ককে কোচ জিনেদিন জিদান শান্ত থাকার আহবান জানালেন।

“তার শান্ত থাকাটাই এখন গুরুত্বপূর্ণ, যেটা সে আছেও। এটা করতেই হতো আমাদের, কারণ সে তার সামর্থ্যের সীমায় চলে গিয়েছিল। কিন্তু অস্ত্রোপচারটা খুব ভালোভাবেই শেষ হয়েছে। আর কাল থেকেই সে আবার ফেরার লড়াই শুরু করবে। আশা করছি শিগগিরই তাকে আবার ফিরে পাব আমরা।”
জিনেদিন জিদান, কোচ, রিয়াল মাদ্রিদ

মাদ্রিদের চোট সমস্যা এক রামোসেই আটকে নেই। এডেন হ্যাজার্ডকেও চোটের কারণে এক মাস পাবে না দলটি। হুয়েস্কার বিপক্ষে ম্যাচে চোটের কারণে আনকোরা খেলোয়াড় সহ ১৭ জন নিয়ে মাঠে নামতে হয়েছে রিয়ালকে। রামোসের দেড় মাস মাঠের বাইরে থাকার খবরটা নিশ্চিতভাবেই অস্বস্তি বাড়াবে দলটিতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button