‘প্রথম ঘণ্টায়’ তাকিয়ে কর্ণওয়েল
প্রায় চারশ ছুঁই ছুঁই লক্ষ্য। স্কোরকার্ডে ৫৯ রান জমা হতেই নেই তিন উইকেট। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে হারানো ওয়েস্ট ইন্ডিজের জন্য হয়ে উঠছে কঠিন। তবে শেষ বিকালে তাদের আশা দেখাচ্ছে ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেলের জুটি।
দুইজনের ব্যাটে ১১০ রানে তিন উইকেট হারিয়ে চতুর্থ দিনশেষ করেছে উইন্ডিজ। শেষদিনে প্রথম ঘণ্টায় এবার চোখ তাদের। চতুর্থ দিন শেষে এক ভিডিও বার্তায় এমনটিই জানিয়েছেন ক্যারিবীয়ান স্পিনার রাকিম কর্ণওয়েল।
তিনি বলেন, ‘আমাদের এখন উইকেটে দুইজন সেট ব্যাটসম্যান আছে। তাদের আগামীকাল ভালো শুরু করতে হবে। নিঃসন্দেহে প্রথম ঘণ্টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেখান থেকেই আমাদের নিয়ন্ত্রণ নিতে হবে। প্রথম ঘণ্টা পার করার পর সেশন বাই সেশন খেলতে হবে এবং দেখতে হবে কতদূর যাওয়া যায়।’
তবে কর্ণওয়েল নিজেও জানেন টেস্ট জয় বা বাঁচানোটা সহজ হবে না একদম। প্রায় দেড়শ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে ৩৯০ বা তার বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড রয়েছে মাত্র পাঁচটি। বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড নিউজিল্যান্ডের। ২০০৮ সালে চট্টগ্রামে তারা ৩১৭ রান করে জিতেছিল।
রাকিম কর্ণওয়েল ‘আমার মনে হয় না এ উইকেটে পঞ্চম দিনে ব্যাটিং করা সহজ কাজ হবে।’
নিজের বোলিং পরিকল্পনার কথা জানিয়ে এই স্পিনার বলেন, ‘ব্যাটসম্যানদের দুর্বলতা দেখতে হবে আমার। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ফুল লেন্থে বল করা যায়। কারণ শর্ট বল করলে রান নেয়া সহজ। তাই ব্যাটসম্যানদের সামনের পায়ে আনার চেষ্টা করেছি।’