বিনোদন

জলিলের ‘নেত্রী : দ্য লিডার’ ছেড়ে দিলেন ইফতেখার

ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মধ্য দিয়ে ২০১০ সালে বড় পর্দায় অভিষেক হয়েছিল অনন্ত জলিল ও বর্ষার। কিন্তু সিনেমাটির মুক্তির পর এ পরিচালকের সঙ্গে তারকা দম্পতিকে আর কখনো অভিনয় করতে দেখা যায়নি।

সিনেমা পাড়ায় গুঞ্জন ছিল তাদের মধ্যে দ্বন্দ্ব। কিন্তু এ নিয়ে তারা কেউ মুখ খোলেননি। তবে গত ৭ ডিসেম্বর রাতে ইফতেখার চৌধুরী প্রযোজিত ও পরিচালিত ‘মুক্তি’ সিনেমার মহরত অনুষ্ঠানে অংশ নিয়ে বিষয়টি খোলাসা করেন অনন্ত জলিল।

সেদিন জলিল বলেন, ‘১০ বছর ধরে ইফতেখার ভাইয়ের সঙ্গে আমার একটা ভুল বোঝাবুঝি ছিল। যে কারণে এতদিন আমাদের কাজ করা হয়নি। আমরা আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি। ‘নেত্রী: দ্য লিডার’ নামে নতুন সিনেমা করছি।’

এরপর সব ঠিকঠাকই ছিল। কিন্তু আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) ইফতেখার চৌধুরী জানিয়েছেন সিনেমাটি তিনি আর করছেন না। এর কারণও ব্যাখা করেন ইফতেখার, ‘নেত্রী- দ্য লিডার’ সিনেমাটি আমার পরিচালনা করার কথা ছিল। কিন্তু ‘মুক্তি’ নিয়ে ব্যস্ততার কারণে আমি এই সিনেমার কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছি। শুটিং নিয়ে ব্যস্ত থাকায় এ বিষয়ে এতদিন কিছু জানাতে পারিনি।

এই নির্মাতা আরও বলেন, ‘মুক্তি’ শেষ করেই ‘লন্ডন লাভ’ সিনেমার কাজ শুরু করতে হবে। অতএব অনেক বেশি ব্যস্ততার কারণে ‘নেত্রী : দ্য লিডার’ পরিচালনা করছি না। সঠিক সময়ে বিষয়টি জানাতে না পেরে আমি দুঃখিত। তবে চিন্তার কোনও কারণ নেই। অনন্ত জলিল ভাইয়ের সঙ্গে আমার আরও একটি নতুন ফিল্মে কাজ হবে। সময় মত বাকি তথ্যগুলো জানিয়ে দেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button