বিনোদন

শুটিং সেটে ভয়াবহ আগুন, রক্ষা পেলেন সাইফ ও প্রভাস

ভারতের গোরেগাঁওয়ের ফিল্ম স্টুডিওতে শুরু হয়েছে ‌‘আদিপুরুষ’ সিনেমার ছবির শুটিং। এতে প্রথমবার একপর্দায় দেখা যাবে সাইফ আলী খান ও দক্ষিণী তারকা প্রভাসকে। প্রতিদিনের মত‌ ২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) চলছিল শুটিং। উপস্থিত ছিলেন সিনেমার সংশ্লিষ্টরা। এরইমধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পুরো সেটে আগুন লেগে যায়।

আগুন নেভাতে আসে দমকলবাহিনী। তাদের ৮টি গাড়ি ৪টি পানির ট্যাঙ্ক নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেটের খুব একটা রক্ষা হয়নি। বেশিরভাগ অংশ পুরো যায়। যদিও সেট থেকে কোনও আহতের খবর পাওয়া যায়নি। কিন্তু শুরুতেই বড় এক ক্ষতির মুখে পড়তে হলো প্রযোজনা সংস্থাকে।

জানা যায়, এই ভয়বহতা থেকে বেঁচে যান সাইফ ও প্রভাস। কারণ ওইদিন কিছু সাধারণ ঘটনার দৃশ্যায়ণ চলছিল স্টুডিওতে। তাই উপস্থিত ছিলেন না এ দুই তারকা। রামায়ণের কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে ‘আদিপুরুষ’। এখানে রামের চরিত্রে অভিনয় করছেন প্রভাস। রাবণের চরিত্রে দেখা যাবে সইফ আলী খানকে।

‘আদিপুরুষ’ নিয়ে সাইফের এক মন্তব্য বেশ সমালোচনা তৈরি করে। তিনি বলেছিলেন সীতাহরণের ঘটনাকে এখানে যুক্তিসঙ্গত করে দেখানো হবে। অন্যদিকে রাবণ উপস্থাপন হবে মানবিক চরিত্রে। এতেই ক্ষেপেছেন ধর্মানুরাগীরা। তবে এই প্রেক্ষিতে পরবর্তীতে ক্ষমাও চান সাইফ।

কিন্তু সাইফের এই মন্তব্যকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে কিনা। সেই আশঙ্কাও করছেন অনেকে। তবে পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মূল ঘটনা জানতে অপেক্ষা করতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button