তথ্যপ্রযুক্তি

স্যামসাং প্রধানের আড়াই বছরের কারাদণ্ড

স্যামসাং ইলেকট্রনিকসের ভাইস চেয়ারম্যান লি জাই ইয়ং-কে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ার আদালত। দুর্নীতির অভিযোগে সোমবার (১৮ জানুয়ারি) তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়।

সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হিয়ের সহকারীকে ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছিল ৫২ বছর বয়সী লি-এর বিরুদ্ধে।

ভাইস চেয়ারম্যান হলেও স্যামসাং সাম্রাজ্যের কার্যত প্রধান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শীর্ষ কর্মকর্তা তিনিই। ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হি-কে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছিল।

মোবাইল ফোন ও মেমোরি চিপ নির্মাণের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস।

রায়ে সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালত বলেন,‘অভিযুক্ত লি সক্রিয়ভাবে প্রেসিডেন্টকে উৎকোচ দিতেন এবং ব্যবসায়িক উন্নতির জন্য প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহারের জন্য অনুরোধ করতেন।’

আদালত আরও বলেন,‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে- দেশের এবং একইসঙ্গে বিশ্বের অন্যতম শীর্ষ একটি প্রতিষ্ঠান হয়েও রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে স্যামসাং দুর্নীতিতে জড়িয়ে পড়ছে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button